চুয়াডাঙ্গায় গাঁজাসহ বেলগাছির ফাহিম গ্রেপ্তার

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় গাঁজাসহ বেলগাছির ফাহিম হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার আসামিকে সদর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফাহিম বেলগাছির বকচর পাড়ার বাবলুর রহমানের ছেলে। গতকাল রোববার রাত নয়টার পর চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সদর থানার পুলিশ জানতে পারে, গাঁজাসহ একজন ব্যক্তি শহীদ হাসান চত্বরে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান ফোর্স নিয়ে শহীদ হাসান চত্বরে অভিযান পরিচালনা করে ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার আসামির শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে সদর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার আসামিকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।