চুয়াডাঙ্গায় ইয়াবাসহ কেদারগঞ্জের ফারুক আটক

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে পৌর এলাকার কেদারগঞ্জের ফারুক ইয়াবাসহ আটক হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ফেরীঘাট রোড থেকে তাকে আটক করে ফাঁড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সদর ফাঁড়ি জানতে পারে, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একজন পৌর শহরের ফেরীঘাট রোডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। সেসময় কেদারগঞ্জ ফিরোজ রোডের শহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেনকে (৩২) আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।