চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম!

0
6

ভাইস চেয়ারম্যান ডনের মধ্যস্থতা ইজিবাইক-সিএনজি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে আবুল কালাম নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গায় ঘোড়ামারা ব্রীজের নিকট এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ইজিবাইক চালক আবুল কালাম যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় আসার পথে ঘোড়ামারা ব্রীজের নিকট পৌছালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিএনজি চালক ক্যানেলপাড়ার মৃত সামসুল মন্ডলের ছেলে মাসুদ ও নাহিদের নেতৃত্বে অজ্ঞাত ৪-৫ জন পূর্বশত্রুতার জের ধরে আবুল কালামকে রাম’দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় যাত্রী ও আশপাশের লোকজনের সাড়া পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর ইজিবাইক মালিক সমিতি, সিএনজি মালিক ও শ্রমিক সমিতি মুখোমুখি অবস্থান নিয়ে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে তারা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের মধ্যস্থতায় সালিশ বৈঠকের মাধ্যমে গতকাল সোমবার সন্ধ্যায় পৌর বাস টার্মিনালে বসে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং উভয় সমিতির সাথে আলোচনা করে সিএনজি চালক মাসুদকে সমিতির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করে। এরপর গতকাল থেকে ইজিবাইক ও সিএনজি স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানা গেছে।