রোড ডিভাইডারের ওপর বাস, আহত ২
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌরসভার সামনে আলসানি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাসের দুজন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের শাহজামালের ছেলে হারুর অর রশিদ (৩৫) ও মাগুরা জেলার দেপুলিয়া গ্রামের ইব্রাতুল্লা মোল্লার ছেলে মিজানুর রহমান (৫৪)।
জানা যায়, গতকাল মাগুরা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা আলসানি পরিবহনের রিংকি এন্টারপ্রাইজ নামক বাসটি চুয়াডাঙ্গা পৌরসভার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় বাসটি রোড ডিভাইডারের মধ্যে থাকা একটি ল্যাম্পপোস্ট ভেঙে বিলবোর্ডের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে বাসের দুজন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতেই যাচ্ছিল। একই সময় বাসটির সামনে ছিল বড় বাজার অভিমুখী একটি ইজিবাইক। কালেক্টরেট স্কুলের সামনে গতিরোধক থাকায় ইজিবাইকটি গতি কমালে বাসটি প্রায় ইজিবাইকের পিছনে চলে আসে। এ সময় বাসটি হঠাৎ করেই ডান দিকে ঘুরে গেলে ইজিবাইকটির সঙ্গে ধাক্কা না লাগলেও ল্যাম্পপোস্ট ভেঙে বিলবোর্ডের পোলের সঙ্গে ধাক্কা দেয়। তবে বাসটি তার গতি আরও কমালে এ দুর্ঘটনা ঘটত না।
ওই বাসের আহত যাত্রী মিজানুর রহমানের কাছে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাসটির সামনে একটি ইজিবাইক ছিল। বাসের চালক বাসটির গতি কমালেই কোনো দুর্ঘটনা ঘটত না। তবে বাসের চালক কেন গতি না কমিয়ে ডান দিকে চেপে গেলেন, তা বুঝতে পারার আগেই রোড ডিভাইডারের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন তিনি। এ সময় আমার কপাল কেটে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম আমাকে এবং ওই বাসের আরও এক আহত যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’ এদিকে, গতকাল রাতেই বাসটির মালিকপক্ষ বাসটি নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে যায়।
জীবননগর অফিস: