নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের একটি টিম পৌর এলাকার হাজরাহাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় হাতেনাতে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ মাদক (গাঁজা) উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর থানাহাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের হাজরাহাটি এলাকার ছালাম মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বকুল (২৮), নিয়ামত (৩৫), মকলেছ (২৫), রেজাউল (২৫) ও জাহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদের নেতৃত্বে থানা এলাকাজুড়ে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে হাজরাহাটির সালাম মোড় এলাকায় একদল লোক একত্রে মাদক (গাঁজা) সেবন করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার (ওসি) আবু জিহাদের নেতৃত্বে সদর ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে হাজরাহাটি এলাকার হান্নান বিশ্বাসের ছেলে বকুল, শওকত বিশ্বাসের ছেলে নিয়ামত, জাহিদুল ইসলামের ছেলে মকলেছ, মন্টু হোসেনের ছেলে রেজাউল ও মৃত আব্দুল ম-লের ছেলে জাহিদুল ইসলামকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সদর থানাহাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছিল। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।