চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ভুট্টাখেতে নারীর গলিত মরদেহ উদ্ধার

0
20

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগরে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের মাঠের একটি ভুট্টাখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগরে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের মাঠের একটি ভুট্টাখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় একটি ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ সময় কয়েকজন কৃষক ভুট্টাখেতের ভেতরে গিয়ে এক নারীর গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা চুয়াডাঙ্গা সদর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনা পর ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ওই নারীর পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ। ওই নারীর গায়ে কালো রঙের বোরকা ছিল। তবে লাশের ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত রহস্য উন্মোচন হবে।