থানায় হত্যা মামলা : সুজনের দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুরে বড় ভাইয়ের হাতে নিহত ছোট ভাই সুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট সুজনের মরদেহ হস্তান্তর করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বাদ এশার পর জানাযা নামায শেষে শাহাপুর গ্রাম্য করবস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় নিহত সুজনের স্ত্রী নাজনিন নাহার নিশি বাদি হয়ে চুয়ডাঙ্গা সদর থানায় সুজনের বড় ভাই আব্দুল কাদের ও তার স্ত্রী ময়না খাতুনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, বছর খানেক আগে নিহত সুজনকে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে বিদেশ পাঠায় তার আপন বড় ভাই আব্দুল কাদের। এই টাকা আত্মসাত করে নিহত সুজনের বড় ভাই কাদেরসহ অপর তিন ভাই। বিদেশ যাওয়ার কয়েকদিন পরই সুজন দেশে ফেরত চলে আসে এবং ওই টাকা আদায়ের জন্য ভাইদের সাথে গন্ডগোল করে। এই নিয়ে চলতে থাকে বিরোধ। গত মঙ্গলবার রাতে কোন কারণে পারিবারিক ঝামেলার একপর্যায়ে বড় ভাই আব্দুল কাদের ও ছোট ভাই সুজনের সাথে ওই টাকা নিয়ে বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উত্তেজিত হয়ে বড় ভাই আব্দুল কাদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার দু’ঘন্টার পর আব্দুল কাদের চুয়াডাঙ্গা সদর থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ ঘটনায় গতকাল বিকেলে নিহতের স্ত্রী বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার ১নং আসামী আব্দুল কাদের আত্মসমর্পণ করলেও তার স্ত্রীকে এখনো পর্যন্ত আটক হয়নি।