চুয়াডাঙ্গার র‌্যাবের অভিযানে গাঁজাসহ বৃদ্ধ আটক

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদোহায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গাঁজাসহ আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ভান্ডারদোহা এলাকায় আসামির বাড়ির পাশে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ওপর থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহাবুদ্দীন একই এলাকার মৃত আইতাল হোসেনের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস গতকাল রাতে আটকরে সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম নেতৃত্বে র‌্যাবের একটি ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার শাহাবুদ্দিনকে তাঁর বসত বাড়ির পাশে পাকা রাস্তার ওপর থেকে আটক করে। ওই সময় আটক হওয়া ব্যক্তির দেখানো মতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা মাদকসহ আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে।