নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপড়ার গ্রামের মাবুদ মোল্লার স্ত্রী আহ্লাদী (৩৫), আলমডাঙ্গার বড় গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামের রুপমানের ছেলে মাহাবুল (৩০), একই গ্রামের মৃত মোনর আলীর ছেলে মোতালেব (৩৫), চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের পশ্চিম পাড়ার মৃত আবতালি মিয়ার ছেলে ওয়াজকরনী (৪০) এবং দামুড়হুদার বদনপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে দ্বীন মোহাম্মদ (৭৫)। জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গার খুদিয়াখালি গ্রামের রাস্তায় আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর যাত্রী আহ্লাদী, মাহাবুল ও মোতালেব এই তিন জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে গতকাল বিকাল ৫ টার দিকে কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় ওয়াজকরনী নামের এক ব্যক্তির দুটি পা ভেঙ্গে যায়। এবং তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান ( রাজু) বলেন তার অবস্থা মারাত্মক এবং তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। অপরদিকে, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে দামুড়হুদার বদনপুর গ্রামের দ্বীন মোহাম্মদ সাইকেলযোগে বাজার করে নিজ গ্রাম বদনপুর ফেরার পথে দেওলি ও বদনপুর গ্রামের মাঝামাঝি আলমসাধুর সাথে সংঘর্ষে তার পা ভেঙ্গে যায় এবং তিনি গুরুত্বর আহত হন। তার উন্নত চিকিৎসার জন্য ডা. আবু এহসান (রাজু) তার পরিবারকে রাজশাহী/ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেন।