নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী ও সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী (আ.শু বাঙালী) আর নেই। তিনি গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা পৌরসভার কূলচাঁরা গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কূলচারার মরহুম আফিল মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আ.শু বাঙালী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন আগে তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। গত সোমবার তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। এর মধ্যেই গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তিনি ইন্তেকাল করেন। পরে সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবারে করোনা টেস্টের জন্য দেওয়া নমুনার রিপোর্ট আসে মঙ্গলবার। সেই রিপোর্টে বীর মুক্তিযোদ্ধা আ.শু বাঙ্গালীর করোনাভাইরাস পজিটিভ এসেছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিট কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে তিনি কেরু অ্যান্ড কোম্পানির সিআই হিসেবে অবসর গ্রহণ করেন। সিপিবি নেতা হিসেবেও সুখ্যাতি ছিল তাঁর। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে ছাত্র রাজনীতিও করেছেন। স্থানীয় ও জাতীয় পত্রিকার কলামিস্ট হিসেবেই তিনি ছিলেন সুপরিচিত। তাঁর লেখা সমাদৃত হয়েছে বিভিন্ন মহলে। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চুয়াডাঙ্গা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং প্রগতি লেখক সংঘ, চুয়াডাঙ্গা জেলা সংসদের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় নিজ বাসভন সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে কূলচারা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। এর আগে রাষ্ট্রীয়ভাবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।
এদিকে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী মৃত্যুর বেশ কিছুক্ষণ পরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি অতিপরিচিত মুখ হওয়ায় অনেকেই তাঁর বাড়িতে ছুটে গেছেন। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে মিশেছেন। যেহুতু তাঁর করোনা পজিটিভ, তাই তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও করোনাভাইরাস থাকতে পারে। তাই যারা তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মিশেছেন, তাঁরা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইন হলে ভালো হবে। যাতে ভাইরাসটি ছড়াতে না পারে।
এদিকে, চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, জেএসডির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী সদস্য তৌহিদুর রহমান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, বাংলাদেশ কৃষক লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার আবু হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের অর্থসম্পাদক উজ্জ্বল মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুসাইন মালিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদত জয়ন্ত কুমার সিংহ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হান,সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পারভেজ নন্দন, খেলাঘর, চুয়াডাঙ্গা জেলা শাখার সংগঠক হেমন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন কুমার রায়, সাধারণ সম্পাদক হাবিব রায়হান হৃদিসহ, অরিন্দম, উদীচী, লেখক সংঘ, সাহিত্য পরিষদ, বাংলাদেশের ওয়াকার্স পার্টি (মাক্সবাদী) চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।