ব্যবসায়ীর বুকে বাশ ঢুকে রাজশাহী রেফার্ড : হেলপারসহ আহত ৪
নিউজ ডেস্ক:: গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় ৪ জন গুরুতর জখম হয়েছে। আহতরা হলো সাদিকুর রহমান (১৮), জিনারুল (৩৫), মিন্টু শেখ (৩৩) ও সজিব (১১)।
ঘটনা সুত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ২টার দিকে সাদিকুর রহমান নএকটি মোটরসাইকেল নিয়ে কার্পাসডাঙ্গা ইন্দারা মোড়ে রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় একটি অটো এসে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলে মোটরসাইকেলসহ সাদিকুর রাস্তার উপর পড়ে যায়। এ সময় সে গুরুত্বর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাদিকুর রহমান দামুড়হুদা কুরেচাঁদপুর বড় মসজিদ পশ্চিমপাড়া হাফিজুর রহমানের ছেলে।
এদিকে চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ পশুহাট সড়কে ট্রাক্টরের ধাক্কায় আলমসাধু চালক জিনারুল (৩৫) গুরুতর জখম হয়েছে।
জানা যায় গতকাল বুধবার দুপুর ৩টার দিকে আলমডাঙ্গ আলমসাধুতে করে যাত্রি নিয়ে ফেরার পথে মুন্সিগঞ্জ যাত্রি নামিয়ে আলমসাধু চালিয়ে ফিরছিল। এসময় মুন্সিগঞ্জপশু হাটের কাছে পৌছালে একটি ট্রাক্টর পিছন থেকে আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধু চালক জিনারুল রাস্তার উপর ছিটকে পরে। এ সময় স্থানীয়রা জখম জিনারুলকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসাপাতলে ভর্তি করে। আাহত জিনারুল মুন্সিগঞ্জ গোহাট পারকৃষ্ণপুরের মৃত আলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিনারুল বলে ট্রাকটি নান্নুর ইটের ভাটার ইট বহন করে।
অপরদিকে চুয়াডাঙ্গার দৌলতদিয়ারে বঙ্গজ ফ্যাক্টারি সংলগ্ন সড়কে বাঁশ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা দিয়ে মিনিট্রাকের হেল্পার শিশু সজীবসহ গরুব্যবসায়ী মিটু শেখ গুরুতর জখম হয়েছে। জানা যায় গতকাল রাত নয়টার দিকে একটি মিনিট্রাকযোগে ভালাইপুর সড়ক হয়ে আলমডাঙ্গা পশুহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে আলুকদিয়া দৌলতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টারি সংলগ্ন সড়কের পাশে একটি বড় ট্রাকে বাঁশ বোঝায় করছিল। এসময় ভালাইপুর ছেড়ে আসা মিনিট্রাকটি বাঁশ বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা মারে। মিনি ট্রাকটির ভিতরে থাকা শিশু হেলপার সজীব ও ব্যবসায়ী মিঠু গুরুতর আহত হয়। এতে শিশুটির শরীরের বিভিন্নস্থানে বাঁশের আঘাত লাগে ও মিনিট্রাকের ভিতরেই থাকা ব্যবসায়ী মিঠুর বুকের ডানপাশে একটি বাঁশ ঢুকে যায়। এসময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শিশু ট্রাকের হেলপার সাকিবকে সদরে ভর্তি রাখলেও ব্যবসায়ী মিঠুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত সজীব ভান্ডারদোয়া বদরগঞ্জপাঁচমাইলের কামরুল ইসলামের ছেলে ও গরু ব্যবসায়ী মিন্টু শেখ বাগেরহাট জেলার মোলারহাটের মৃত আব্দুল বাকার ছেলে।