মেহেরপুর-ঝিনাইদহের ছয়টি আসনে আটজন প্রার্থীর নাম ঘোষণা
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ (সংসদীয় আসন ৭৯, ৮০) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাঁচজন সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন প্রত্যয়নপত্র প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরমধ্যে চারজনকে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থীরা হলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. অহিদুল ইসলাম বিশ্বাস ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্ণেল (অব.) মো. কামরুজ্জামান এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র একক প্রার্থী হিসেবে বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র তুলে দেওয়া হয় তাদের হাতে।
মেহেরপুর: মেহেরপুরের দু’টি আসনে তিনজন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাবেক সাংসদ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মনোনয়ন প্রত্যয়নপত্র তুলে দেন।
ঝিনাইদহ: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনে বিএনপি প্রতি আসনে দুইজন করে মোট আট জন প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। গত সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি মনোনীতদের হাতে তুলে দেয়া হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ (সংসদীয় আসন-৮১) আসন থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান আসাদ এবং বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি, হরিণাকুন্ডু উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ (সংসদীয় আসন-৮২) থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ড উপজেলা চেয়ারম্যান এড. এমএ মজিদ এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মশিউর রহমান। কোটচাঁদপুর উপজেলার পাঁচটি, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসন (সংসদীয় আসন-৮৩) থেকে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক কণ্ঠশিল্পী মনির খান এবং (মহেশপুর-কোটচাঁদপুর) সাবেক সাংসদ শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি, সদর উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসন (সংসদীয় আসন-৮৪) থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টু।