নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলো চুয়াডঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় মাঝেরপাড়ার দাউদ মন্ডলের ছেলে মোটরসাইকেল চালক সুমন (২৭) ও মোটরসাইকেল আরোহী তারই চাচাতো ভাই রাব্বি (২২)।
জানা যায়, গতকাল রাতে ব্যবসার কাজ শেষে দর্শনা থেকে মোটরসাইকেলযোগে সুমন ও রাব্বি বাড়ি ফিরছিলো। পথিমধ্যে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন ও রাব্বি গুরুত্বর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।
আহত দুজনের জখম গুরুত্বর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিতসক ডা. শাকিল আরসালান বলেন, আহত দুজনের অবস্থা আশংকাজন। সুমনের ডান পায়ে গুরুতর জখম হয়েছে এবং রাব্বির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসা প্রয়োজন। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিতসার জন্য তাঁদের দুজনকেই ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।