চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু সন্দেহে ৪ টি বাড়ি লকডাউন

0
24

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত- লতিফ হোসেনের স্ত্রী
রেহাদান বেগম (৬৫) শনিবার (১০ এপ্র‌িল) সন্ধায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ
করেছে।

নিহতের ছেলে হাশেম জনান, কিছুদিন আগে খুসখুসে (শুকনো) কাশি ও জ্বরে অসুস্থ
অবস্থায়  তিনি মহেশপুর উপজেলার তালসাড়ি গ্রামে আমার ভায়ের বাড়িতে বেড়াতে
গিয়েছিল।

সেখানে থাকা অবস্থায় কাশি জ্বরের সাথে   ডায়রিয়া ও শ্বাসকষ্ট শুরু হলে করোনার
উপসর্গ নিয়ে জীবননগর উপজেলার হাসাদাহ বসুতিপাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে আসে।

এমতাবস্থায় শনিবার বিকাল চারটার দিকে মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্থানীয় লোকজন সেখানে দাফন করতে না দিলে
পরিবারের লোকজন তাকে নিজ গ্রাম জীবননগর খয়েরহুদায় এনে পুলিশি হেফাজতে লাশ
দাফন করা হয়।

পুলিশ এবং হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি জানতে  পেরে মৃত বৃদ্ধা মহিলার লালা ও
নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এমন সন্দেহে খয়েরহুদা গ্রামের আব্দুল
খালেকের ছেলে গফুরের বাড়ি, মৃত ব্যক্তির দুই ছেলে হাসেম ও কাশেমের বাড়ি সহ
ভ্যানচালক রেজাউলের বাড়ি শনিবার রাত ১২ টার দিকে লকডাউন করে পুলিশ মোতায়েন করা
হয়েছে।

এবিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
অফিসার ডাঃ জুলিয়েট পারউইন জানান, মৃত মহিলার দাফনকার্যের আগে নমুনা নিয়ে
পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আগামীকাল সোমবার তার রিপোর্ট হাতে পাবো বলে আশা
করছি। রিপোর্টটি হাতে পেলে নিশ্চিত করে বালাযাবে তিনি করোনায় আক্রান্ত হয়ে
মারা গেছেন নাকি বাধক্য কারণে মারা গেছেন।