নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবু সাবাল (১৮) নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত আবু সাবাল চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের গাইদঘাট গ্রামের মাঝেরপাড়ার আয়ুব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আবু সাবাল নিজ বাড়ির মুরগির ঘরের বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানায়, তার অবস্থা আশঙ্কামুক্ত। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি।