চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ১০টি গাঁজা গাছ উদ্ধার

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারের পাশ্ববর্তী একটি পরিত্যক্ত গোডাউন থেকে ১০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) চুয়াডাঙ্গার গোপণ তথ্য ও সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এ গাঁজা গাছগুলো উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন এনএসআই চুয়াডাঙ্গা’র সহকারী পরিচালক লুৎফুল কবির, তপু কুমার ভৌমিক, ফিল্ড অফিসার শামসুজ্জোহা, জুনিয়র ফিল্ড অফিসার এমামুল হক, পর্যবেক্ষক নজরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীনসহ স্থানীয় জনগণ।
জানা যায়, আলুকদিয়ার মৃত ইলিয়াস আলীর ছেলে লোটন-বিপ্লবদের কাছ থেকে পরিত্যক্ত জমি লিজ নিয়ে অধির চন্দ্র দাসের ছেলে বিকাশ ও প্রকাশ দীর্ঘদিন যাবত গাঁজার চাষ করে আসছিল। তবে অভিযানকালে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) টেবিল ১৮ এর (ক) ধারায় বিকাশ ও প্রকাশকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।