চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আরও চারজনের করোনা শনাক্ত

0
14

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় নতুন আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। নতুন আক্রান্তদের মধ্যে চারজনই আলমডাঙ্গা উপজেলার।

আক্রান্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্যকর্মী একজন, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের একজন, আইলহাঁস গ্রামের একজন ও খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের একজন। এ নিয়ে আলমডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।
এর আগে গত শনিবার জেলায় এক দিনে সর্বোচ্চ ২৭ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা মোট ৮২ জন।  চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪০ জন, আলমডাঙ্গায় ২৫ জন, জীবননগরে ১ জন ও দামুড়হুদায় ১৬ জনসহ জেলায় মোট আত্রান্ত ৮২ জন।

এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ৪৪ জনের নমুনা সংগ্রহ করেছে। গতকাল চুয়াডাঙ্গা সদর থেকে ১৫টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ২১টি ও দামুড়হুদা উপজেলা থেকে ৮টিসহ মোট ৪৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, জেলায় কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। কমিউনিটিতে যখন সংক্রমিত হয়ে যায় এবং নমুনা পরীক্ষার সুবিধা বাড়ানো হয়, তখন আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। আক্রান্তদের বেশিরভাগই করোনা পজিটিভ লোকের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যারা এসেছেন, তাঁদের ফলাফল পজেটিভ আসছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন এবং মারা গেছেন একজন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে ঁজানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭৮২টি, প্রাপ্ত রিপোর্ট ৬২৪টি, পজেটিভ ৮২টি, নেগেটিভ ৫৪৩টি, সুস্থ ৪ ও মৃত্যু ১। রোববার পাঠানো ৪৪টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৬৩টি।