চুয়াডাঙ্গা মেহেরপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান

0
8

মদ ও ফেন্সিডিল উদ্ধার : তারিক আটক
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান হয়েছে। অভিযানে মদ ও ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ৯ মার্চ ও গত শুক্রবার ৮ মার্চ ভিন্ন ভিন্ন তিনটি অভিযানে চুয়াডাঙ্গার পৃথক পৃথক স্থানে ৪০ বোতল মদ এবং ৯৪ বোতল ফেন্সিডিল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯৭ হাজার ৬০০ টাকা। আটককৃতদ্রবাদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।


এদিকে, গতকাল শনিবার মেহেরপুরের বাজিতপুর নিচুবাগান এলাকা থেকে দুই বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ গাংনির আব্দুল হান্নানের ছেলে তারিক মাহমুদ (২৮) নামে একজনকে আটক করা হয়। তাকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে।