নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ফেনসিডিল, গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার আকন্দবাড়িয়া ফার্মপাড়ার রাহেন মণ্ডলের স্ত্রী লাইলী বেগম (৬৫) ও একই উপজেলা লোকনাথপুর মাদ্রাসাপাড়ার আমান উল্লাহর স্ত্রী ময়না বেগম (৩০)। আটককৃতদের মধ্যে ময়না বেগমকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ এবং সহকারী উপপরিদর্শক আকবর হোসেন ও আজগর আলী ফোর্স নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে দর্শনার আকন্দবাড়িয়া ফার্মপাড়ায় লাইলী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় লাইলী বেগমের স্বীকারোক্তিতে তাঁর ঘর তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লাইলী বেগম একজন নিয়মিত তাঁর বাড়িতে ফেনসিডিল সংরক্ষণ এবং বিক্রি করে। তাকে নিয়মিত মামলাসহ তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
অপর দিকে, একই অভিযানিক দল গতকাল সকাল সাড়ে ৮টার দিকে লোকনাথপুর মাদ্রাসাপাড়ায় মাদক ব্যবসায়ী ময়না বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। ময়না বেগমের স্বীকারোক্তিতে তার ঘর তল্লাশি চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় ময়না বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন আব্দুল লতিফ।