নিউজ ডেস্ক:কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারকে গাড়ি ভাঙচুরের মামলায় জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মকা-কে উল্লেখ করে নাশকতার মামলা করা হয় (মামলা নং-৬)। জেলা যুবদলের সভাপতি সিজারকে প্রধান করে দলের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। চলমান এ মামলায় আদালতের আদেশ অনুযায়ী নিয়মিত হাজিরা দেওয়ার কথা থাকলেও গত ২৯ এপ্রিল ও ২৫ জুলাই নির্ধারিত দুটি তারিখে তিনি আদালতে হাজির হননি। দীর্ঘদিন পর গতকাল রোববার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন শরিফ উর জামান সিজার। এ সময় তাঁর পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।