চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী দলের প্রতিনিধি সভা

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু বক্কর সিদ্দীক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শরীফ্জ্জুামান শরীফ। সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাঈদ মো. শামিম জেরা ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুুদ মিল্টন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হেবা, যুবদলের নেতা মনিরুজ্জামান লিপ্টন, পৌর বিএনবির সাবেক সহসভাপতি ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শাহজামাল, রুহুল কবির পচা, আবুল খাজা, শাহাবুদ্দীন বাবু, লুৎফর রহমান, মৎসজীবী দল নেতা বিল্লাল হোসেন, অহিদুল ইসলাম, তোফায়েল হোসেন, মজিদ মেম্বর, মনিরুজ্জামান মনি, হারুনার রশিদ হারুন, আতাউল, মোবারক হোসেন, বজলুর রহমান বজা, আবুল বাসার, জহুরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের মৎসজীবী দলের নেত্রবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আবু বক্কর সিদ্দীক বকুলকে আহ্বায়ক, কামরুজ্জামান বাবলু, মনিরুজ্জামান মনি, লুৎফর রহমান বাবু ও মশিউর রহমান বাবুকে যুগ্ম আহ্বায়ক করে ১৫১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী দলের আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সকল ইউনিটের কমিটি করে জেলা সম্মেলন করার জন্য নির্দেশ দেয়া হয়।