শিঘ্রই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জনবল সংকট নিরসন করা হবে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথক পৃথক সময়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট হলেও জনবল সংকটে ভুগছে। এ জন্য চিকিৎসা দেওয়ায় বিঘœ ঘটছে। শীঘ্রই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জনবল সংকটের বিষয়ে একটি চিঠি পাঠানো হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আশা করি শীঘ্রই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জনবল সংকট নিরসন করা হবে।
সরকারি উন্নয়ন প্রকল্পের উন্নয়ন কাজের ভিডিও ও ছবি তুলে রাখতে ইউএনওদের নির্দেশ প্রদান করা হয়েছে। জেলাকে বাল্যবিয়ে বন্ধ ও ভিক্ষুকমুক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি দফতরের অভ্যন্তরে ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ভবন রঙ করে যতœ নিতে হবে। সকল সরকারি কার্যালয় পৌরকর, পানির বিল, বিদ্যুত বিলসহ যাবতীয় বিল পরিশোধের জন্য টাকা বরাদ্দ চাইবেন। জেলা তথ্য বাতায়ন আপডেট করতে হবে প্রতিনিয়ত।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইহা খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাত মান্নান, জীবননগর উপজেলা অফিসার সিরাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম সফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেল সুপার এস এম কামরুল হুদা, পাট পরিদর্শক মহাসিন শিকদার প্রমূখ।