নিউজ ডেস্ক:
চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি অঞ্চল-১ এর ৭টি ওয়ার্ডে একযোগে ফগিং কার্যক্রম ‘মিশন ধানমন্ডি’ উদ্বোধনকালে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল এ ঘোষণা দেন।
তিনি বলেন, চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের সিটি কর্পোরেশনের ৩টি হাসপাতালসহ ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হবে। এসময় তিনি চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে উল্লেখ করে মেয়র বলেন, সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নেমেছে। এটি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
মেয়র জানান, নগরীর প্রতি ওয়ার্ডে ৪০জন করে মশক নিধন কর্মী অঞ্চল-১ এর অলি গলিসহ সমগ্র এলাকায় মশক নিধন কার্যক্রম চালাবে। আগামী ১৮ জুলাই প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।