নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছমির শেখ (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছমির শেখে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুঞ্জ গ্রামের খোকন শেখের ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ছমির। পথের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক দেখে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হন ছমির। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যু হয় তাঁর।
প্রত্যাক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলটি অনেক দ্রুতগতিতে চুয়াডাঙ্গা শহরের মধ্যে ঢুকছিল। এ সময় ঘোড়ামারা ব্রিজ ছাড়িয়ে আসতেই বাঁকে একটি ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে তাঁরা তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খকরুল আলম খান বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে ছমির শেখ নামের এক মোটরসাইকেলচালক নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মারে। ছমিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল সন্ধ্যায় লাশ পরিবারের নিকটর হস্তান্তর করা হয়।