জীবননগর পৌর এলাকার একাধিক বাড়িতে রাতের আধারে চাঁদাবাজ চক্রের চিঠি
নিউজ ডেস্ক:জীবননগর পৌর শহরের রাজনগরপাড়ায় একাধিক বাড়িতে চাঁদার টাকা চেয়ে চিঠি ও টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করছে একটি চাঁদাবাজ চক্র। এ ঘটনায় গোটা এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জীবননগর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড রাজনগরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
রাজনগরপাড়ার বাবলুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমার বাড়িতে গত সোমবার রাতের আঁধারে দুই লাখ টাকা দাবি করে কে বা কারা চিঠি দিয়ে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে চিঠি পাই। টাকা না দিলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে ওই চিঠিতে। একই অভিযোগ করেন রাজনগরপাড়ার মৃত নাসির উদ্দিনের ছেলে। তাঁকেও একই ধরনের চিঠি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, রাজনগরপাড়ার সাধন, আলী কদরসহ বেশকিছু বাড়িতে চাঁদার চিঠি পাঠিয়েছে এ সিন্ডিকেট। তবে এলাকাবাসীর দাবি, এলাকাতে বেশকিছু উঠতি বয়সের ছেলেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ায় তারা এলাকায় নিজেদের দাপট দেখানোর জন্য এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের কাজ করছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘রাজনগরপাড়ায় চিঠি দিয়ে চাঁদা দাবি করার বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, খুব শিগগিরই এ সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করা হবে।’