চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

0
31

নিউজ ডেস্ক:

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রোজা।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম। তিনি বলেন, চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার হবে প্রথম রোজা।