আবু বকর ছিদ্দিক শার্শা (যশোর) প্রতিনিধি।। শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি ও বসতপুরের মূল সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। সড়কের কাপেটিং উঠে যাওয়ার ফলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে এই এলাকার হাজার হাজার পথচারী। দেখার কেহ নেই। বাগআঁচড়া ও ময়না বটতলা থেকে সোনাতনকাটি বাজার হয়ে বসতপুর বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার বেহালদশা। এখন ১৫-২০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা। সরেজমিনে গিয়ে দেখা যায় সোনাতনকাটি এলাকার রাস্তায় বর্ষার পানি জমে আছে। দেখে মনে হচ্ছে রাস্তা নয় যেন নালা। কাপেটিং উঠে গিয়ে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। ময়না বটতলা হইতে সোনাতনকাটি বসতপুর ব্যস্ততম এ সড়ক দিয়ে চলাচল করে হাজারো মানুষ। রাস্তা দিয়ে সোনাতনকাটি বালিকা বিদ্যালয়, চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগআঁচড়া ইউনায়টেড মাধ্যমিক বিদ্যালয়, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ, বাগআঁচড়া বাজার সহ ৩/৪ টি স্কুলে যেতে চলতে হয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে জনধারণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বর্ষা হলে রাস্তাটি অকেজো হয়ে পরে। ঝুকিপূর্ণ এ রাস্তাটি ধরে শিশু থেকে বৃদ্ধ এবং সাইকেল, মটর সাইকেল, ভ্যান, ইুজবাইক সহ নানা যানবহন চলাচল করে থাকে। রাস্তার এ আবস্থার কারণে অনেক যানবহন বিকল হয়ে থাকছে রাস্তার মধ্যে। রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তারপরও জিবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। এমতাবস্থায় এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে ও শিক্ষার্থীদের ভবিষৎ বিবেচনা করতে বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও শার্শা উপজেলার সংসদ সদস্য শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও যথাযথ কতৃপক্ষের শুদৃষ্টি কামনা করছে অসহায় এলাকাবাসী।