গৃহবধূকে উত্ত্যক্ত, প্রবাসী আটক

0
12

নিউজ ডেস্ক:মুঠোফোনে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আলমডাঙ্গার খাসকররার সবুজ নামের এক ব্যক্তি। জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা পূর্বপাড়ার আক্তার হোসেনের ছেলে দুবাইপ্রবাসী সবুজ আহমেদ কয়েক মাস আগে বাড়ি আসেন। ১৬ জানুয়ারি তিনি এলাকার এক গৃহবধূর মোবাইরে রিং দিয়ে তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি কী নামে খোলা, তা জানতে চান এবং না জানালে ‘অসুবিধা হবে’ বলেও হুমকি দেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সবুজের মোবাইল ফোনের সিম ট্র্যাকিং করে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ার পর তাঁকে আটক করে। উল্লেখ্য, প্রায় এক মাস আগে সবুজ তাঁর শ্যালক সেলিম রেজার নামে একটি ফেক আইডি খুলে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেন। এ ঘটনা জানার পর সেলিম রেজা তাঁর ফেক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।