নিউজ ডেস্ক:
সালমান খান, সানি লিওন, সোনম কাপুর ও দিশা পাটানির দেখাদেখি নিজের অ্যাপ খুলেছিলেন বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে। মাত্র একদিনের জন্য চালু হয়েছিল তার মোবাইল অ্যাপ। কিন্তু একদিন পরেই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করে গুগল। কিন্তু এরপরও অ্যাপের কনটেন্ট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কোনও এক ভক্ত পুনমের অ্যাপের কিছু স্ন্যাপশট পোস্ট করেছেন। তা থেকেই পুনমের খোলামেলা ছবি দেখে নিচ্ছেন অন্যান্য ভক্তরা।
ভাইরাল হওয়া ছবি থেকেই বোঝা যাচ্ছে, অশ্লীলতার কারণেই এই পদক্ষেপ গ্রহণ করে গুগল। কারণ তার অ্যাপের বিষয়বস্তু খোলামেলা পোশাক, নগ্নতা ও অশ্লীলতা। কিন্তু গুগল তার অ্যাপ বন্ধ করে দিলেও তাতে কিছু এসে যায় না পুনম পান্ডের। ভক্তদের খুশি করতে প্রায় সবকিছু করতে পারেন তিনি। আর তাই গুগল প্লে স্টোরে পাওয়া না গেলেও, পুনমের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পুনম পান্ডের অশ্লীল ভঙ্গীর অসংখ্য ছবি।
গুগল থেকে অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর অভিযোগ দায়ের করেছিলেন পুনম। জানিয়েছেন, বহু অ্যাডাল্ট ম্যাগাজিনই তো আছে। প্লেবয়ের অ্যাপে কোনও সমস্যা নেই, যত সমস্যা পুনম পাণ্ডের অ্যাপে! কিন্তু পুনমের এই অভিযোগে প্লে-স্টোরের পলিসির মন গলেনি। গুগল থেকে জানানো হয়েছিল, পলিসি ও অশ্লীলতার কারণেই বাতিল হয়েছে অ্যাপ।
সূত্র: বিজনেস টুডে