এদিকে ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) গাজায় ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির নিন্দা করেছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সমন্বয়কারী মুহান্নাদ হাদি এক্স (সাবেক টুইটার)-এর একটি পোস্টে উদ্ধৃত করে বলেছেন, “গাজায় ব্যাপক উচ্ছেদ অভিযান মানুষের জীবন বিপন্ন করছে এবং একইসাথে সাহায্য কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার (২২ আগস্ট) নতুন করে উচ্ছেদ অভিযান ঘোষণা দিয়েছে দেইর এল-বালাহ এলাকায়। নতুন উচ্ছেদ অভিযান আদেশ জারি করায় হাজার হাজার ফিলিস্তিনি দেইর এল-বালাহ থেকে পালিয়ে গেছে।
এলাকাটিকে পূর্বে ইসরায়েল দ্বারা বেসামরিক নাগরিকদের জন্য তথাকথিত “মানবিক নিরাপদ অঞ্চল” হিসাবে মনোনীত করা হয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী সেখানে একটি নতুন সামরিক অভিযানের আগে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এখানে বসবাসরত অনেকেই ইতিমধ্যে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে বলে উল্লেখ করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সূত্র: আল জাজিরা