গাছে উঠে বিপত্তি বৈদ্যুতিক তারের আগুনে স্কুলছাত্র দগ্ধ

0
10

নিউজ ডেস্ক:মহেশপুরের রাস্তার পাশের গাছে উঠে পরিত্যক্ত বৈদ্যুতিক তারে হাত দিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্র। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুড়দাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র মাহফুজ গুড়দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র এবং একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সাথে খেলা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মাহফুজ। এ সময় অজ্ঞাত কারণ বশত রাস্তার পাশের একটি গাছে ওঠে সে। ওই গাছে মধ্যে থাকা একটি বৈদ্যুতিক তারে তার শরীর স্পর্শ করে। এতে মুহূর্তে তার শরীরে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘আহত স্কুলছাত্র মাহফুজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, চিকিৎসা প্রদান করা হয়েছে। আগের চেয়ে অনেক সুস্থ উঠেছে সে।’