গাইদঘাটে ট্রেনে মাথা দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট রেলগেটের অদূরে আলাউদ্দীন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সকালে খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাঁথা আপ ট্রেনের চাকার নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত আলাউদ্দীন গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত মিনাজ উদ্দীন মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা শহরে আসার উদ্দেশ্যে আলউদ্দীন বাড়ি থেকে বের হন। পথে গাইদঘাট রেলগেটের অদূরে রেললাইন পার হওয়ার সময় নকশীকাঁথা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তিনি কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো অস্পষ্ট। তবে গুঞ্জন রয়েছে পুত্রবধূর সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর। এরই একপর্যায়ে অভিমান করে ট্রেনের চাকার নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন তিনি।