গাংনীর দুই পক্ষের বিরোধে সংঘর্ষ, মহিলাসহ আহত ৬

0
12

নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মজিবর রহমান (৫৭), সাহাজুল ইসলাম (৫০), শিরিনা খাতুন (৩৫), পারভীনা খাতুন (৩০), জুবায়ের হোসেন (২৬) ও হালিমন বেগম (৭০)। এদের মধ্যে সাহাজুল ও শিরিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মজিবর রহমান (৫৭), সাহাজুল ইসলাম (৫০), শিরিনা খাতুন (৩৫), পারভীনা খাতুন (৩০), জুবায়ের হোসেন (২৬) ও হালিমন বেগম (৭০)। এদের মধ্যে সাহাজুল ও শিরিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানায়, মালিকানা ৫৯ শতক জমির উপর প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে স্থানীয় নাসিরুদ্দীনের ছেলে মিজানুর রহমান অ্যাডভোকেট মজিবর রহমান ও তার লোকজনকে বাড়িতে ডেকে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে মিজানুর রহমানের নেতৃত্বে তার ভাই ডাবলু, আসমতসহ বেশ কয়েকজন হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে মজিবর রহমানের পক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। হামলায় মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়।গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ‘মারামারির ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’