গাংনীতে ফেনসিডিলসহ চারজন আটক, ট্রাক জব্দ

0
11

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর পুলিশ চেকপোস্ট থেকে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে গাংনী থানার একটি টিম এ অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক। আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলার নুরু সরদারের ছেলে ট্রাকের চালক রাজিব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুল ইসলামের ছেলে টিপু, একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন ও আয়ুব আলীর ছেলে আবেদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মাদক কারবারিরা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছেন, এই মর্মে সংবাদ পায় পুলিশ। এ সময় পুলিশের একটি টিম আকুবপুর নামক স্থানে অবস্থান নেয় ও যানবাহন তল্লাশি চালায়। সে সময় ট্রাক নম্বর কুষ্টিয়া ট-১১-২০০৯ তল্লাশিকালে চালকের টুলবক্সে তিনটি বস্তায় রাখা ৪৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।