নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনীর মাঠপাড়ায় মামলা সংক্রান্ত বিরোধে বাড়ি থেকে তাড়াতে রান্নাঘর ও বিচালি গাদাতে আগুন লাগানোর অভিযোগ করেছে গৃহকর্তা আশরাফুল ইসলাম বাবু। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে গৃহকর্তা ও প্রতিবেশীরা টের পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। মুক্তার বিশ^াসের ছেলে আমরাফুল ইসলাম বাবু বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে আমার বাড়ির রান্নাঘরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। এতে রান্নার জিনিসপত্র, দুই বিঘা জমির বিচালী ও একটি আমগাছ পুড়ে গেছে। তবে আমরা টের পাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। আমি এ ব্যাপারে শুক্রবার সকালে গাংনী থানায় ইনসু, এনামুল, বাবু, মালেক, ওন্টু ও আশার নামে অভিযোগ করেছি। তাঁরাই এ ঘটনার সঙ্গে জড়িত।’ তবে ইনসু জানান, নিজেরা মামলা থেকে বাঁচতে বিভিন্ন মিথ্যা অভিযোগ করছে। কারো বাড়ির রান্নাঘরে আগুন দেব এটা হাস্যকর। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, কেউ অভিযোগ করলে সেটার তদন্ত হয়। আশরাফুল ইসলাম বাবু নামের একজন আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযোগ করেছে। পুলিশ তদন্ত করে সত্যতা যাচাই-বাছাই করবে।