গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
7

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালানবিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
সভায় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাতীয় জেপির কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম ও গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।