গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৫

0
12

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে। আটকৃতরা হলো হাসেম আলী (৪৬), মিজানুর রহমান (৪৮), সামাদ আলী (২৮), আসাদুসজ্জামান মিঠু(৩০), আকবর আলী (৩০)। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নাজমুল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম, এসআই মিল্টন সরকার, তৈহিদুর রহমান শেখ ফোর্স নিয়ে দামুড়হুদা উপেজলার জয়রামপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব মন্ডলের ছেলে হাসেমকে আটক করেন। পরে তার ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইদিনে জয়রামপুর গ্রামের জেকের আলীর ছেলে আকবার আলীকে ৬ বোতল ফেনসিডিলসহ, মুজিবনগর থানার মানিকনগর গ্রামের আরশাদ আলীর ছেলে অসাদুসজ্জামান মিঠুকে গোবিন্দহুদা মাঠ থেকে ১শত গ্রাম গাঁজাসহ, উপজেলার মুক্তারপুর গ্রামের আবু বক্করের ছেলে সামাদ আলী ও একই গ্রামের মনির উদ্দীনের ছেলে মিজানুর রহমানকে ২শত গ্রাম গাঁজাসহ বিকেল ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।