গলায় সুজি বেধে শিশুর করুণ মৃত্যু

0
11

নিউজ ডেস্ক:
দামুড়হুদা দলিয়ারপুর মাষ্টারপাড়ায় গলায় সুজি বেধে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দলিয়ারপুর মাষ্টারপাড়ার আরিফ ইসলামের আট মাস বয়সী শিশুকণ্যা উমানা মারা যায়। জানা যায়, প্রতিদিনের মতো মেয়েকে সুজি খাওয়াচ্ছিলো মা উষা খাতুন। হঠাৎ গলায় সুজি বেধে শ্বাষকষ্ঠ বন্ধ হয়ে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ফুটফুটে শিশু উমানা। রাতেই উমানার দাফন সম্পন্ন হয় বলে জানান পরিবারের সদস্যরা।