খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেন বিএনপি নেতা শরীফ

0
11

আলমডাঙ্গার চিৎলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা শরীফুজ্জামান শরীফ নিজ হাতে মিষ্টি মুখ করান নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লবকে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরীফুজ্জামান শরীফ বলেন, দেশ ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে। একটি দল বারবার ক্ষমতায় এসে সব সময় গণতন্ত্র ধ্বংস করেছে, একদলীয় শাসনব্যবস্থা চালু করেছে ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে। বিচার পাওয়ার আশা এখন দুরাশা। খালেদা জিয়াকে কারাগারে দীর্ঘকাল অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। সঠিক চিকিৎসাও দেওয়া হচ্ছে না তাঁকে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁর মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ খালেদা জিয়াকে সামনে দেখতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান লিপটন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাবুদ মালিক, আনিসুল হক বিশু, হ্যাপি, রুবেল হাসান, মহাসিন, তুহিন ইসলাম, রাজিব, সাবেক ছাত্রনেতা রিন্টু মহলদার, শাহাবুদ্দীন, শাহাজামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান ও যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরীফ উদ্দিন মুকুল, সাবেক সাধারণ সম্পাদক জামাল সাদিক পিন্টু, রাজিব ফেরদৌস পাপেন, আয়ুব আলী, আক্কাস আলী, আইনাল হক, মতিউর রহমান, সুমন, বেল্টু, রফিক ইসলাম প্রমুখ।