খাগড়াছড়িতে করোনা রোগী শনাক্ত

0
13

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ি জেলার দীঘিনালাতে আজ একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে এসে দীঘিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে ছিলেন।
বিষয়টি খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ নিশ্চিত করেছেন। দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার, জানান আক্রান্ত ব্যক্তি গত ১৮ এপ্রিল দিঘিনালায় আসেন এবং এলাকার কামুক্ক্যেছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। করোনায় উপসর্গ দেখা দেওয়ায় কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়।
দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ উল্লাহ বলেন, রোগীর সংস্পর্শে আসাদেরও কোয়ারেন্টিনে রাখা হবে। তাছাড়া ওই বিদ্যালয়ে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন তাদেরও সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে।(The daily star)
অভিযোগ আছে রোগী বাড়ি ফিরার সময় দুটি চেক পোস্টে তথ্য গোপন করেছেন। নিরাপত্তা পোস্টে বলেছিলেন কুমিল্লা থেকে এসেছেন। এতে অন্যদের সংক্রমণ হবার আশংকা রয়েছে। তবে আত্মীয়দের দাবী কথিত রোগী আসলে সুষ্ঠু আছেন। একজন ডাক্তারকে তারা ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগ করেন। এ নিয়ে লাইভ কথিত রোগীর ভিডিও শেয়ার করেছেন সুষ্ঠু দাবী করে। ব্যক্তিটি কোন উপসর্গ ছাড়া চেয়ারে বসে হাসছেন।