নিউজ ডেস্ক:
সম্প্রতি মহাকাশে স্যাটেলাইট বহনকারী রকেট পাঠিয়েছে ইরান। আর সেই ঘটনায় কড়া ব্যবস্থা নিল আমেরিকা।
ইরানের ছয়টি কোম্পানির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিল ওয়াশিংটন। আর তাতে চরম ক্ষুব্ধ হয়ে ইরানের হুঁশিয়ারি, কোন শক্তিই আমাদের দমাতে পারবে না। একদিকে যেমন মিসাইলের উন্নতি করা হবে, অন্যদিকে আবার এমন আধুনিক রকেট এবং ইঞ্জিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে বলে পাল্টা জানিয়ে দেয় ইরান।
ইরানের জাতীয় সংবাদমাধ্যমে কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল, স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম রকেটের সফল উৎক্ষেপণের কথা। তারপরই চিন্তার ভাঁজ বাড়ে আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের কপালে। এই ঘটনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে বলে দাবি উঠতে থাকে। এরপরেই এই চার দেশ বিবৃতি দিয়ে ইরানকে এই ধরনের আর কোন পরীক্ষা না করতে আরজি জানিয়েছে। মার্কিন সেনেটে ইরান এবং উত্তর কোরিয়ার উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতভাবে। এরপরই স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আমেরিকার ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেট্স কন্ট্রোল ইরানের ছয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।
খবর: কলকাতা টুয়েন্টিফোর।