ঝিনাইদহ সংবাদাতাঃ কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি উপকারভোগী মহিলাদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবহন ব্যায় মেটানোর জন্য এ টাকা নেয়া হয়েছে দাবী চেয়ারম্যানের।
জানা গেছে, ৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভা নিয়ে কোটচাঁদপুর উপজেলা। এ উপজেলায় ভিজিডি উপকার ভোগী সদস্যের সংখ্যা ১০৬৬ জন। যার মধ্যে এলাঙ্গী ইউনিয়নে ১৮৬ টি কার্ড রয়েছে। গত ১৭-০৮-১৭ তারিখে চাল বিতরণ করা হয় ইউনিয়নের উপকার ভোগীদের মধ্যে।
উপকারভোগী আদুরী খাতুন, কোহিনুর বেগম ও আসমা খাতুন বলেন, চাল বিতরণের সময় ৪২০ টাকা করে নিয়েছে ইউনিয়ন পরিষদ। তারমধ্যে আমাদের বইয়ে ৪০০ টাকা তুলে দিলেও জমা হয়নি ২০ টাকা।
তবে চাল পরিবহণের জন্য এ টাকা নেয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। কে নিয়েছে জানতে চাইলে বলেন, যে লোকটা সঞ্চয় নিয়ে বই লিখে দেন,তার পাশের একটা লোক এ টাকা নিয়েছে। এলাঙ্গী ইউনিয়ন পরিষদ সচিব নাসির হোসেন এসব টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বিষয়টি চেয়ারম্যানকেও জানান। এ টাকা নিলে পরে সমস্যা হবে তাও তিনি চেয়ারম্যানকে অবহিত করেছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাই সরকার ক্যারিং কস্ট দেন ৭ শত টাকা করে মাসে। ৬ মাস পরপর তা তোলা হয়। ৬ মাসে ওই টাকা ৪২ শত টাকা হলে আমরা অফিসের কাছ থেকে পায় ৩৩/৩৪ শত টাকা।