ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই অভিনেত্রীর পুরনো কিছু মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় চলে কড়া সমালোচনা ও ট্রল। তবে সেসময় ট্রলের জবাবে নীরব ভূমিকা পালন করেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমে কথা বলে নুসরাত ফারিয়া। কাজ ও ব্যক্তিগত বিষয়ে নানান কথা বলেন এই অভিনেত্রী।
বেশ লম্বা সময় ধরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি নুসরাত ফারিয়াকে। ১০ জুলাই কানাডায় পাড়ি জমান তিনি। সেখানে শো শেষ করে ১৭ আগস্ট দেশে ফিরেন অভিনেত্রী।
নুসরাত ফারিয়া বলেন, আমি তো শিডিউল অনুযায়ীই দেশে ফিরেছি। ১০ জুলাই কানাডা যাওয়ার আগেই জানিয়েছিলাম দেড় মাস থাকব। হয়তো মিডিয়া জানে না আমি দেশে, তবে আমার কাছের মানুষজন ঠিকই জানে আমার খবর।
দেশের পটপরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে ট্রল হয়েছে অনেক। দেখেছেন নিশ্চয়ই? প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘চোখে তো পড়েছে, খারাপও লেগেছে। তবে কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি’।
এই পটপরিবর্তনকে কিভাবে দেখছেন? অভিনেত্রীর উত্তর, ‘আমি রাজনীতির মানুষ নই। বিচক্ষণতার সঙ্গে তাই বলতেও পারব না। দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার’।
সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে এই অভিনেত্রীকে দেখা যায়, তবে কী রাফীর পরবর্তী কোনো সিনেমায় দেখা যাবে?
ফারিয়া বলেন, ‘একসঙ্গে দেখা গেলেই কি কাজ করতে হবে? আমরা ভালো বন্ধু। অবসর পেলে গান-আড্ডায় মাতি। একে অন্যের কাজ নিয়ে আলোচনা-সমালোচনা করি। আর কিছু নয়’।