নিউজ ডেস্ক:
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা দেশটিতে কালো তালিকাভুক্ত ব্যক্তিদের প্রবেশের সুবিধা প্রদানের জন্য অর্থ পাচ্ছেন এমন পাসপোর্ট অফিসারের সম্পৃক্ততা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
পাসপোর্ট অফিসারকে নজরদারির আওতায় রাখা হয়েছিল সেই প্রেক্ষিতে কালো তালিকাভুক্ত ভারতীকে প্রবেশের সুবিধা প্রদানের সময় আটক করে।
কালো তালিকাভুক্ত ভারতীয়ের আঙ্গুলের ছাপ গ্রহণ ছাড়া ও প্রবেশের তারিখ সিস্টেম এন্ট্রি না করে প্রবেশের সুবিধা করে দিয়ে ছিলো। আরও তদন্তের জন্য পাসপোর্ট অফিসারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ আরব টাইমস