কুষ্টিয়ায় ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার আহত

0
9

নিউজ ডেস্ক:কুষ্টিয়ার খাজানগরে ট্রাক দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও চালক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের মৃত মাহাত্তাব মন্ডলের ছেলে চালক মারুফ (৩৫) ও চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের অশোক কুমার দাসের ছেলে হেলপার দুর্জয় কুমার দাস (১৭)। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মারুফ জানায়, তারা ঢাকা থেকে ট্রাক বোঝাই করে কাঠ নিয়ে চুয়াডাঙ্গা আসছিল। পথিমধ্যে কুষ্টিয়া খাজানগর নামক স্থানে পৌছালে অন্য একটি ট্রাক পিছন থেকে তাদের ট্রাকটিকে ধাক্কা দিলে তারা ট্রাকসহ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গাগামী একটি গাড়িতে উঠিয়ে দেয়। পরে তারা চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।