কুষ্টিয়ায় চা দোকানী মিঠুন হোসেন হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

0
27

নিউজ ডেস্ক:

কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা-ঝালুপাড়া চা দোকানী মিঠুন হোসেন হত্যা মামলায় ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড ও অপর দুই আসামীর ১০ বছরের কারাদন্ডদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামী হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত মওলা মন্ডলের ছেলে মোঃ শিমুল হোসেন (৩০)।১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- যাবজ্জীবন প্রাপ্ত আসামী শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম(২৬), একই এলাকার খয়বার আলী প্রামানিকের ছেলে সবুজ হোসেন (২৪)।

এ মামলা থেকে আদালত মামলায় অভিযুক্ত লিটন হোসেন, মনিরুল ইসলাম ও খয়বার আলী প্রামানিককে বেকসুর খালাস দেন।