নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বৈশাখী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মন্টু এবং দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মানিক ঘোষ গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। গতকাল শনিবার দুপুরের দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের ঈশ্বরবা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তাঁরা আহত হন। আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক মানিক ঘোষ জানান, তাঁরা দুজন কোটচাঁদপুর থেকে কাজ শেষে কালীগঞ্জ ফিরছিলেন। পথের মধ্যে ঈশ্বরবা নামকস্থানে রাস্তায় কাঁদা ও গর্ত থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তাঁরা। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অরুণ কুমার জানান, আহত সাংবাদিক রফিকুল ইসলামের হাত, পা এবং বুক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত। কালীগঞ্জের দুই সাংবাদিক আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি ও প্রেসক্লাবের নেতারা।