ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মঙ্গলপোতা গ্রামের নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের কে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়িরা হলো কালীগঞ্জ মঙ্গলপোতা গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুল মজিদ ও ঠিকডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল ইসলাম। পুলিশ গোপন সংবাদ পারে মঙ্গলপোতা গ্রামের মজিদের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ খবর পেয়ে উক্ত বাড়িতে গিয়ে গাঁজাসহ মজিদ ও জিয়ারুল কে আটক করে। এদিকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পুলিশ জানতে পারে দেবরাজপুর গ্রামে মাদক বিক্রি চলছে। খবর পেয়ে সেখানে গেলে আবির শিকদারের ছেলে আশরাফুল কে ৭ পিচ ইয়াবাসহ আটক করে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদকের বিশেষ অভিজানের অংশ হিসাবে এসআই তোরিকুল ইসলাম গাঁজা, ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি কে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।