কালীগঞ্জে করোনা রোগী শনাক্ত হওয়ার পরেই গ্রাম লকডাউন

0
10

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুলতান মাহমুদ জানান, গত ২৪শে এপ্রিল সকালে করোনা উপসর্গ নিয়ে মোল্লাডাঙ্গা গ্রামের একজন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। আমরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ও নমুনা সংগ্রহ করে বাড়িতে পাঠিয়ে দিই। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণ রাণী সাহা জানান, কালীগঞ্জ উপজেলাতে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঐ গ্রামটিতে গিয়েছিলাম। গ্রামটি লকডাউন করে দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি ফরিদপুরে শ্রমিকের কাজ করতো বলে জানতে পেরেছি। পরিবারের সকল সদস্যকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।