সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (জেডিপি) এসএসসি ২০১৮ এর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানিজিং সভাপতি আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ম্যানিজিং কমিটির সদস্য নেজাবত আলী, এম এ আলীম মন্ডল, রফিকুল আলম, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।